kalerkantho

horror-club-banner

হরর ক্লাব : পরিত্যক্ত বাড়ির সেই সৈনিকের অদ্ভুত ছায়া

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৭ ১২:২৪হরর ক্লাব : পরিত্যক্ত বাড়ির সেই সৈনিকের অদ্ভুত ছায়া

বিশ্বের নানা দেশে বিভিন্ন সময় অনেকের ক্যামেরায় উঠে এসেছে ভূতের প্রমাণ, যার কোনো ব্যাখ্যা নেই। এসব ছবির সত্যাসত্য নিয়ে বিতর্ক থাকলেও বহু মানুষেরই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায় এ ছবি দেখে। এ লেখায় তুলে ধরা হলো তেমন এক প্রমাণ। ধারাবাহিকভাবে এ ধরনের বেশ কয়েকটি ছবি প্রকাশিত হচ্ছে কালের কণ্ঠে। আজ পাচ্ছেন তার ১৭তম পর্ব।

অদ্ভুত ছবিটি তোলা হয়েছিল একটি পুরনো বাড়িতে। সে বাড়িটিতে সংস্কার কাজ করার সময় এ ধরনের বেশ কিছু ছায়াকে বেরিয়ে যেতে দেখে শ্রমিকরা। এ সময় সংস্কারকাজে তদারক করছিলেন এমন একজন ব্যক্তি ক্যামেরায় ছবিটি তোলেন।

জানা যায়, মার্কিন গৃহযুদ্ধের সময় এ বাড়িটি সৈনিকদের আশ্রয়স্থল হিসেবে কাজ করে। আর তারপর থেকে বহুদিন বাড়িটি একরকম পরিত্যক্ত অবস্থাতেই পড়ে ছিল। এরপর একদিন সংস্কার শুরু হলে সেখানে বেশ কিছু অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যায়। এসব ছায়া মৃত সৈনিকদের আত্মার বলেই অনেকে ধারণা করেন।

বেশ কয়েক বছর আগে ফিল্ম ক্যামেরায় তোলার কারণে ছবিটি ঝাপসা। তবে তাতে একটি ছায়ার ছবি স্পষ্ট। এ ছবির রহস্য আজও উদ্ধার হয়নি। তবে সে সময় উপস্থিত লোকেরা এ বিষয়ে একমত যে, ছায়াটি কোনো মানুষের নয়। কারণ, আলোর উৎসের সামনে সেখানে কোনো মানুষই ছিলেন না। তাহলে ছায়াটি কার? এ প্রশ্নটি রহস্যই থেকে যায়।মন্তব্য