kalerkantho


খোঁড়া যুক্তি

বিশ্বকাপের বিভিন্ন দলকে সাপোর্ট করার কিছু খোঁড়া যুক্তি জানাচ্ছেন মুহসিন ইরম

৫ জুন, ২০১৮ ০০:০০খোঁড়া যুক্তি

১.         নীল আকাশ, সঙ্গে এক টুকরো সাদা মেঘ আমার খুব প্রিয়। আর্জেন্টিনার জার্সিটাও নীল-সাদা। তাই আমি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করলাম।

২.         মেসির দুই ছেলের ছবি পত্রিকায় দেখলাম সেদিন। অনেক কিউট। এমন কিউট ছেলেদের বাবা যে দলে খেলে, সে দলের সাপোর্ট না করে কি পারা যায়!

৩.         আমারও বয়স কম, নেইমারেরও বয়স কম। আমিও বিয়ে করিনি, নেইমারও বিয়ে করেনি। সুতরাং আমি নেইমারের দল।

৪.         বাবা বলেছে, বাপ-ছেলে একই দল সাপোর্ট করলে এক পতাকায়ই কাজ হয়ে যাবে। খরচটাও কমে যাবে। বাবা ব্রাজিল, এ কারণে আমিও ব্রাজিল।

৫.         আমি আগে কী সাপোর্ট করতাম বলা যাবে না। তবে মিলিকে ইমপ্রেস করতে আজ থেকে ব্রাজিল সাপোর্টার হয়েছি।

৬.         আমাদের এলাকায় ব্রাজিল সংখ্যালঘু। ভবিষ্যতে আমার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে, এ জন্য বেশি মানুষের সমর্থন দরকার। অতএব, সংখ্যাগুরু আর্জেন্টিনা সমর্থকই আমি।

৭.         ব্রাজিলে যোগ দিলে নাকি ক্লাবঘরের আগামী ভোজসভায় বিনা মূল্যে খাওয়াবে। ব্রাজিল সমর্থক না হয়ে আমার মতো পেটুকের উপায় কী!

৮.         আমি অলটাইম চ্যাম্পিয়নস দলকে সাপোর্ট করি। সুতরাং আপাতত আমি জার্মানি।

৯.         রাশিয়ায় বিশ্বকাপ হবে, আর সে দলের একজন সমর্থক  বাংলাদেশে থাকবে না—এ কেমন বিচার। তাই আমি রাশিয়ার সাপোর্টার।

১০.       নিত্যপ্রয়োজনীয় যত পণ্য আছে, তার প্রায় সবই ব্যবহার করি চায়না। সমর্থন যদি করি চীনকেই করব। চীন বিশ্বকাপে না খেললেও করব।

 

 মন্তব্য