kalerkantho


বাসের প্রতিযোগিতা থামানোর উপায়

এই পদ্ধতিগুলো প্রয়োগ করলে রাস্তায় বাসের প্রতিযোগিতা কমানো যাবে। লিখেছেন মেহেদী আল মাহমুদ

১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০বাসের প্রতিযোগিতা থামানোর উপায়

প্রতিযোগিতায় যে জিতবে তাকে পুরস্কৃত করতে হবে। বিজয়ী ড্রাইভার পুরস্কার হিসেবে পাবে এক বছরের জেল। তাহলে প্রতিযোগিতার মানসিকতা থাকবে না।


লঞ্চে যেমন আনসার থাকে, সে রকম বাসেও আনসার রাখতে হবে। কোনো ড্রাইভার প্রতিযোগিতায় নামলেই তাকে আটক করে সাজা দিতে হবে।


কিছুদূর পর পর রাস্তায় বড় আকারের গর্ত করে রাখতে হবে, যেন সেখানে এলে বাসের গতি কমাতে বাধ্য হয়।মন্তব্য