kalerkantho


মশা তোমার নাম কী?রোগে পরিচয়!

ব্রত রায়

১৩ মার্চ, ২০১৮ ০০:০০একটা মশা খুব সাহসী

একটা মশা ভীতু

একটা মশার হয় আগমন

এলে বিশেষ ঋতু!

 

একটা মশা দক্ষ গানে,

একটা মশা কাজে

একটা মশা বিখ্যাত খুব

সকল মশার মাঝে!

 

মশা তোমার নাম কী? - দেব

তার পরিচয় রোগে

মশার রোগে মানুষ একা?

মশা নিজেও ভোগে!

 

ছড়ায় অসুখ কোন্ মশা তা

বিশ্ববাসী জানে

পুরুষ লোকেই বুঝবে শুধু

এসব বলার মানে!

 

মশার কামড় এমন - ডরায়

মানুষ, গরু, হাতি

মজার ব্যাপার মশার মুখে

নেই তো কোনো দাঁতই!

 মন্তব্য