kalerkantho


পরিবর্তিত পৃথিবী

মনে করুন, পৃথিবীতে পুরুষ বলতে কোনো কিছু নেই, সবাই নারী। তাহলে আমাদের চারপাশের চিত্রটা কেমন দেখাত, আসুন কল্পনা করে দেখি।

৬ মার্চ, ২০১৮ ০০:০০পরিবর্তিত পৃথিবী

গাড়ির ড্রাইভিং হুইলটা মনে হয় একটু পাল্টে যেত। হর্ন দেওয়ার সুইচের পাশাপাশি সেখানে থাকত মেকআপ করার সরঞ্জাম।

মেশিনগান হাতে থাকলেও তাদের মনে থাকত মনুষের জন্য অপার ভালোবাসা।

হোয়াইট হাউসের নাম পরিবর্তিত হয়ে, হয়ে যেত পিংক হাউস।

চাঁদে মানুষের প্রথম পায়ের ছাপ হিসেবে জুতার বদলে হাই হিলের চিহ্ন দেখা যেত।

জুতাগুলোর চেহারা পরিবর্তিত হয়ে এমন হলে অবাক হওয়ার কিছু থাকত না।

চারদিকে থাকত গোলাপি রঙের ছোঁয়া, কেননা মেয়েদের প্রতীকী রং তো গোলাপি।মন্তব্য