kalerkantho


কুসুম কুমারী দাশের ‘আদর্শ ছেলে’ অবলম্বনে প্যারোডি ছড়া

পিকেটার ছেলে

ইমামুল কবির

৩০ জানুয়ারি, ২০১৮ ০০:০০পিকেটার ছেলে

আমাদের দলে হবে সেই ছেলে কবে

পড়া-লেখা না করিয়া পিকেটার হবে?

মায়াহীন বুকে বল তেজে ভরা মন,

গাড়ি ভাঙতেই হবে—এই যার পণ।

পুলিশ দেখিলে ভয় কেন আগুয়ান-

নাই কি শরীরে তব শক্তি গোস্ত প্রাণ?

ককটেল আছে তব মিছে কেন ভয়?

জোর আছে গায় যার সে কি ঘরে রয়?

সে ছেলেকে চায় সব পার্টি ও দল

বোমা মেরে রাজপথে করে কোলাহল।

গাড়ি ভাঙো অগ্নি জ্বালো, নেশা করো পান

তোমরা পিকেটার হলে দলের কল্যাণ।মন্তব্য