kalerkantho


খবর : ঢাকায় একটি ভবন হেলে পড়েছে

সব কিছু ‘হেলে’ পড়ে

ব্রত রায়

৩০ জানুয়ারি, ২০১৮ ০০:০০সব কিছু ‘হেলে’ পড়ে

হেলে পড়ে বুড়োগাছ, হেলে পড়ে দেয়ালও

কত কিছু হেলে পড়ে রাখি না তা খেয়ালও!

হেলে পড়ে সেতুটাও — নয়া নয়া বানানো

আমাদের কাজ শুধু এইসব জানানো!

 

হেলে পড়ে রডহীন, বাঁশ-দেওয়া দালানও

কন্ দেখি দায় ফেলে যায় কত পালানো?

হেলাহেলি কত আছে শেষ হয় গুনিয়া?

কেউ দেখি হেলে পড়ে ফোনে ‘হ্যালো’ শুনিয়া!

 

প্রশ্ন ফাঁসের গুণে লেখাপড়া হেলে রে

সব কিছু নিয়ে দেখি ওই কারা খেলে রে!

কারণ খুঁজতে হলে যেতে হয় শেকড়ে

এইসব নিয়ে ভেবে লাইফ হেল কে করে?

 

সুশাসন হেলে পড়ে দুর্নীতি রোগে, না?

ভোগে আমজনতাই, আর কেউ ভোগে না!

হেলানো তলের কথা জানিয়াছি গণিতে

চরিত্র হেলে পড়ে ধরে যেই শনিতে!

 

হেলেদুলে হেঁটে যায় ও পাড়ার হেলেনও

হেলেদুলে ল্যান্ড করে চাকাভাঙা পেলেনও!

বুড়ো বাপ হেলে পড়ে হার্টের অ্যাটাকে

ঘানি টেনে নিতে হয় তার বড় বেটাকে!

 

এ জগৎ নাকি কার অঙ্গুলিহেলনা

তাঁরে বলি, থামো বাপ, অত আর খেলো না!

ধনীর দুলাল দেখে, মেয়ে, হেলে প’ড় না

গরিবের প্রেম নিয়ে হেলাফেলা ক’র না!মন্তব্য