kalerkantho


চতুর্ভুজ জগত্

এমন যদি হতো, আমরা বাস করছি চতুর্ভুজ জগতে। সেখানে সব কিছুর আকার চতুর্ভুজ। তাহলে কেমন হতো? আসুন দেখি। সূত্র : ইন্টারনেট

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০চতুর্ভুজ জগত্

চতুর্ভুজ জগতে গোলাকার ডিমের বদলে আমাদের প্লেটে থাকত এমন আকৃতির ডিম। কুসুমসহ সব কিছুই চারকোনা।


চতুর্ভুজ জগতে আমাদের প্রিয় পৃথিবীর আকার এমনই হতো। দূরে চারকোনা যে বস্তুটি দেখা যাচ্ছে, সেটি আমাদের চাঁদ।


চতুর্ভুজ জগতে আমাদের চেনা-পরিচিত গোল আপেলগুলো হয়ে যেত এমন চারকোনাকার। তবে স্বাদ থাকত আগের মতোই।


গুবরে পোকা নিজেকে চতুর্ভুজ জগতের সঙ্গে তাল মেলাতে গিয়ে দেহটা করে ফেলত অনেকটা লুডুর ঘুঁটির মতো।


চতুর্ভুজ জগতে সব কিছু যখন চারকোনাকার, তখন ফুটবলই বা গোল থাকবে কেন? সেটাও হতো এমন অদ্ভুত আকৃতির।


চতুর্ভুজ জগতে ফ্ল্যাট কম্পিউটার মনিটরগুলো চারকোনা হয়ে যেত।মন্তব্য