kalerkantho


এবার পশুপাখি

জাহাঙ্গীর আলম

৭ মার্চ, ২০১৭ ০০:০০এবার পশুপাখি

ইঁদুরের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে হাতি বলল : তোর মতো তুচ্ছ প্রাণী ইহজগতে আর নেই!

ইঁদুর মুখ তুলে বলল : কথাটা আবার বলবেন, প্লিজ! মুখস্থ করে নিতে চাই। তারপর পিঁপড়াকে দেখলে এই কথাটাই বলব।


টেলিগ্রাম পাঠাচ্ছে কুকুর : ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ ঘেউ।

টেলিগ্রাম কর্মকর্তা : চাইলে আপনি আরো একটি শব্দ যোগ করতে পারেন। খরচ একই পড়বে।

একটু ভেবে নিয়ে কুকুর বলল : না, আরেকটা ‘ঘেউ’ যোগ করলে অর্থ বোঝা যাবে না।


দুই উকুন বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। টলছে দুজনই। একজন বলল : হেঁটে যাব, নাকি কুকুর ধরব?


হেঁটে যাচ্ছিল কচ্ছপ। সে সময় এক মৌমাছি এসে কামড়ে দিল তার কাঁধে। কিছুক্ষণের মধ্যেই ফুলে ঢোল হয়ে উঠল জায়গাটা। কচ্ছপ ভাবল : আজ রাতে বাইরেই ঘুমাতে হবে।মন্তব্য