শুনতে পেলুম পাবনা গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে?
গঙ্গারামকে পাত্র পেলে?
জানতে চাও সে কেমন ছেলে?
মন্দ নয় সে পাত্র ভালো
রং যদিও বেজায় কালো
তার ওপরে বিরাট টেকো
একটু শুধু পেঁয়াজখেকো!
বামুন হয়ে পেঁয়াজ খাবে?
রোজ না, যেদিন মাংস পাবে!
মাংস শুনে চমকে গেলে?
খায় শুধু সে যেদিন ‘গেলে’!
কমদামি সে খায় না মোটে
ওসব কী আর নিত্য জোটে?
যেদিন যাবে রেড এরিয়ায়
আহ্! চটো না, রোজ কি সে যায়?
যায় সেখানে ফুর্তি পেতে
যেদিন শুধু জুয়ায় জেতে!
আর জুয়া কি খারাপ মানি?
পাণ্ডবে তা খেলত জানি!
যা হোক, এবার পাত্র পেলে
এমন কী আর মন্দ ছেলে?
(সুকুমার রায়ের ‘সত্পাত্র’ কবিতার প্যারোডি)
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের