kalerkantho


শাশুড়ি Wrong-গো!

২৩ অক্টোবর শাশুড়ি দিবস উপলক্ষে লিখেছেন রবিউল ইসলাম সুমন এঁকেছেন মাসুম

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০শাশুড়ি Wrong-গো!

প্রথমজন : কী ভাই, এভাবে কাঁদছেন কেন?

দ্বিতীয়জন : শাশুড়ি দিবসে কিভাবে শাশুড়িকে সারপ্রাইজ দেওয়া যাবে, এটা পড়ে কান্না চলে আসছে।

 

প্রথমজন : ভালো, তা কান্না এলো কেন?

দ্বিতীয়জন : পড়া শেষে যে মনে পড়ে গেল, আমার তো কোনো শাশুড়িই নাই! সারপ্রাইজ কারে দেব?

 

প্রথম বন্ধু : তোরে নাকি বাড়ি থেকে বের করে দিছে? কাহিনী কী?

দ্বিতীয় বন্ধু : আর বলিস না। আমি শুধু বলেছিলাম, ‘সবার ওপর মা’—এটার জন্যই...

 

প্রথমজন : বলিস কী! তুই তো খাঁটি কথাই বলেছিলি। তাহলে তোকে বের করে দিল কেন?

দ্বিতীয়জন : ইয়ে... ‘মা’-এর আগে ‘শাশুড়ি’ কথাটা বলে ফেলেছিলাম কিনা!


মন্তব্য