kalerkantho


ওয়েটার দিবসে ওয়েটার রঙ্গ

২০ অক্টোবর ওয়েটার দিবস। এই আয়োজন সেই দিবসকে ঘিরেই। আইডিয়া : ফারাজানা আঁকা : রাকিব রাজ্জাক

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ওয়েটার দিবসে ওয়েটার রঙ্গ

একটি প্রশ্ন : রেস্টুরেন্টে খাবারের জন্য আমরাই ওয়েট করি, তাহলে আসলে ওয়েটার কে?

 

 

খদ্দের : আমার স্যুপে এই মাছিটা কী করছে?

ওয়েটার : প্রার্থনা করছে স্যার।

খদ্দের : আমি এই স্যুপ খাব না।

ওয়েটার : দেখেছেন স্যার, ওর প্রার্থনা কবুল হয়েছে।

 

 

 

 

 

 

খদ্দের : চীনা চাওমিন দিয়েছ কেন? জার্মানিরটা দিতে। ওগুলো খেতে ভালো এবং টেকসই।

ওয়েটার : এগুলো একেবারেই ভিত্তিহীন ও অযৌক্তিক কথা স্যার। খেয়াল করে দেখেন, চীনের দেয়াল দাঁড়িয়ে আছে দুই হাজার বছর হয়ে গেল। আর বার্লিনের দেয়ালটা টেকেনি ৫০ বছরও।

 

 

ওয়েটার : একি! স্যার, আপনি শুধু শুধু ভাত খাচ্ছেন! তরকারি এনে দেব?

খদ্দের : আহ্! জানেন না, আমি গণিতের শিক্ষক? আমি এখানে বসে অঙ্ক করছি, বিরক্ত করবেন না।

ওয়েটার : কী অঙ্ক স্যার?

মাহিদ সাহেব : ধরি, ভাতের সঙ্গে মাছ আছে!


মন্তব্য