kalerkantho

পছন্দ

ব্রত রায়   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পছন্দ

প্রচ্ছদ : বিপ্লব

ফর্সা যদি না হয় না হোক

রং যদি হয় কালো

সমস্যা কী? রং যেটা হোক

স্বাস্থ্যটি হোক ভালো!

 

নীরোগ ও সুস্বাস্থ্য চাই,

চাই না তবে মোটা

সবাই জানি খারাপ এবং

অস্বাভাবিক ওটা!

 

দিনের আলোয় দেখতে হবে

খুঁত বোঝা যায় রাতে?

থাকলে কিছু ধরতে সেটা

পারব হাতেনাতে!

 

চোখ দুটি হোক কাজল কালো

এবং মায়াকাড়া

এবং সঙ্গে চাইছি এটাও

নাকটা হবে খাড়া!

 

আর স্বভাবে নম্রতা চাই

বদমেজাজি না তো

খুব ভালো হয়, হয় যদি সে

উচ্চবংশজাত!

 

তার সঙ্গে যে সময়টুকু

ভালোই যেন কাটে

দাঁড়ান, দাঁড়ান, কী ভেবেছেন?

যাচ্ছি গরুর হাটে!

 


মন্তব্য