kalerkantho


প্রসঙ্গ ফেসবুক

আইডিয়া : ফারজানা

২৯ মার্চ, ২০১৬ ০০:০০প্রসঙ্গ ফেসবুক

ফেসবুক কাকে বলে?

ফেসবুক এমন একটি ওয়েবসাইট, যেখানে ছেলেরা জোকস পোস্ট করে কোনো রেসপন্স পায় না। তবে মেয়েরা সেই একই জোকস পোস্ট করে ৩০০ লাইক, ১৫০ কমেন্টস, ৫০ শেয়ার ও ১০০ ফ্রেন্ড রিকোয়েস্ট পায়।

 

দুটি সত্য তথ্য

আমরা কেউই দেখতে আমাদের জাতীয় পরিচয়পত্রের ছবির মতো কুিসত নই!

 

আমরা কেউই দেখতে আমাদের ফেসবুকে দেওয়া ছবিগুলোর মতো এত সুন্দর বা সুন্দরী নই।

 

রিঅ্যাকশন

 

ফেসবুকে মিতালি ও আসাদের প্রেম হলো। দুজন দুজনের বন্ধুমহলে কথাটা জানাল। অতঃপর বন্ধুদের রিঅ্যাকশন কী হলো দেখা যাক—

মিতালি ও তার বান্ধবী

মিতালি : আমার না একটা ছেলের সঙ্গে প্রেম হয়েছে।

বান্ধবী ০১ : কে সে?

বান্ধবী ০২ : দেখতে কেমন?

বান্ধবী ০৩ : গায়ের রং কী?

বান্ধবী ০৪ : টাকাপয়সা কেমন আছে?

বান্ধবী ০৫ : লম্বা কতটুকু?

বান্ধবী ০৬ : করে কী?

বান্ধবী ০৭ : থাকে কই?

বান্ধবী ০৮ : স্মার্ট?

...সব প্রশ্নের উত্তর দেওয়ার পর

সব বান্ধবী : সাবধান! এসব ছেলে কিন্তু খারাপ হয়।

মিতালি : আচ্ছা।

 

আসাদ এবং

তার বন্ধু

আসাদ : আমার না একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে।

সব বন্ধু : তাই নাকি! দোস্ত খাওয়া।

 

জনপ্রিয় ফেসবুক অ্যাকাউন্ট চাই

যোগ্যতা তিন হাজারের ওপরে ফ্রেন্ড থাকতে হবে, প্রতি ছবিতে গড়ে ১৫০ লাইক ও স্টেটাসপ্রতি ১০০ লাইক পড়ে। আগ্রহীদের দরকষাকষির জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য, মেয়ে ফ্রেন্ডস বেশি এমন অ্যাকাউন্ট মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

একটি বিতর্ক


মন্তব্য