kalerkantho


প্রসঙ্গ : পশুপাখি

আইডিয়া : মো. হাবিব, আঁকা : মাসুম

২২ মার্চ, ২০১৬ ০০:০০প্রসঙ্গ : পশুপাখি

মহিলা : আপনার দোকানে ইঁদুর মারা ওষুধ আছে?

দোকানদার : আছে, দেব?

মহিলা : না না, আপনার দোকানেই যখন আছে, তাহলে আর পয়সা খরচ করে বাসায় নেব কেন! তার চেয়ে বাসা থেকে ইঁদুরগুলো এনে আপনার এখানে ছেড়ে দিই।

 

 

 

কালো মুরগি : মুরগিদের মধ্যে আমরাই শ্রেষ্ঠ।

সাদা মুরগি : কেন?

 

কালো মুরগি : কারণ আমরা কালো মুরগি হয়েও সাদা ডিম পাড়তে পারি, আর তোমরা সাদা হয়েও কালো ডিম পাড়তে পারো না।


মন্তব্য