kalerkantho


ভার্সিটির হল আছে না!

রবিউল ইসলাম সুমন

১ মার্চ, ২০১৬ ০০:০০ভার্সিটির হল আছে না!

মেয়ের বাবা : ছেলের তো বাড়িই নাই। তাহলে বিয়ের পর আমার মেয়েকে নিয়ে কোথায় উঠবে?

ঘটক : কেন, ভার্সিটির হলে!

 

প্রথম বন্ধু : দোস্ত, ব্যাচেলর বলে কোনো বাড়িওয়ালাই তো বাসা ভাড়া দিতে চাচ্ছে না। এখন কী করব?

দ্বিতীয় বন্ধু : আরে, টেনশন কিসের? আমাদের ভার্সিটির হল আছে না! গাট্টিবোঁচকা নিয়ে চলে আয়। লাইফটাইম গ্যারান্টি পাবি ওখানে থাকার!

 

প্রথমজন : আমার ছেলের নামে ঢাকা শহরে দুইটা বাড়ি, পাঁচটা গাড়ি আর ছোটখাটো মিলিয়ে আট-দশটা ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আপনার ছেলের কী আছে?

দ্বিতীয়জন : ঢাকা ভার্সিটির বিভিন্ন হলে নামে-বেনামে ডজনখানেক রুম!


মন্তব্য