kalerkantho


জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার মিলনমেলা

২১ মে, ২০১৮ ০০:০০জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সুরক্ষার মিলনমেলা

সবুজ শীতল শহর জেনেভার প্যালেস ডি নেশনস প্রাঙ্গণে ‘এক পা ভাঙা’ চেয়ার ঘিরে গোটা বিশ্বের মানুষের সুস্থ থাকার জন্য নীতিনির্ধারণবিষয়ক তিনটি শীর্ষ আয়োজনে মিলিত হয়েছেন স্বাস্থ্য খাতের শীর্ষ নেতারা। প্রথম ধাপে গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় বসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের কংগ্রেস। আজ সোমবার সকালে শুরু হবে ৭১তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন। সম্মেলন চলবে ২৬ মে  পর্যন্ত। এর পরে আরো দুই দিন চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি দল এতে অংশ নিয়েছে। গতকাল কমনওয়েলথ সভায় এশিয়া অঞ্চলের দেশগুলোর পক্ষে বক্তব্য দেওয়ার দায়িত্ব পান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী।

এ সভায় বিশ্বে অসংক্রমিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম ইস্যুতে আলোচনা হয়। মোহাম্মদ নাসিম এতে এশিয়ার দেশগুলোর পরিস্থিতি তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রিত প্রায় ১১ লাখ রোহিঙ্গার সুরক্ষায় বাংলাদেশ সরকারের মানবিক সহায়তামূলক পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য দেশের উদ্যোগের কথা তুলে ধরেন।

আজ জাতিসংঘ ভবনের সম্মেলন হলে ৭১তম স্বাস্থ্য সম্মেলনের প্রথম দিন অনেকগুলো অধিবেশনের সূচি নির্ধারিত রয়েছে। সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্বে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির ওপর মূল বক্তব্য দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রিয়েসেস। অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীসহ দলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ মেডিক্যাল রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব (স্বাস্থ্যসেবা) সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য অধ্যাপক ডা. সারফুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস কে রায়সহ অন্যরা বিভিন্ন পর্বে অংশ নেবেন। এর আগে সকাল ৯টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন মোহাম্মদ নাসিম। সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আগামী ২৬ মে জেনেভা ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। তবে পরের দুই দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী সদস্যরা সংগঠনটির সাংগঠনিক সভায় অংশ নেবেন।মন্তব্য