kalerkantho


ডিআইজি মিজানকে তলব করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক   

২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ডিআইজি মিজানকে তলব করেছে দুদক

নারী কেলেঙ্কারির অভিযোগে আলোচনায় থাকা পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে এবার দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারীর পাঠানো তলবি নোটিশে তাঁকে আগামী ৩ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে।

সূত্র জানায়, দুদকের কাছে অভিযোগ আছে ডিআইজি মিজানের নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ রয়েছে। এ অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে গত ১০ ফেব্রুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এর আগেও ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করেছিল দুদক। এবার অনুসন্ধানে তাঁর চাকরিজীবনে যাবতীয় আয়-ব্যয়, এনবিআরে দেওয়া সম্পদের তথ্যসহ পুরো আয়-ব্যয় অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে।

ডিআইজি মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এক সংবাদ পাঠিকাকে উঠিয়ে নেওয়ার অভিযোগে আলোচনায় আসার পর এ বছরের জানুয়ারিতে তাঁকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

 মন্তব্য