kalerkantho


এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

কালের কণ্ঠ অনলাইন   

১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:২৯এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

বলিউডে অনেকদিন ধরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসছে। গত বছর সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পর অনেকেই আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। বহু দিন তা হাসি মুখে সামলালেও সম্প্রতি এই প্রশ্নে রেগে গেলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, 'আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে! অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে। আমি এখন সম্পর্ক করছি, তার মানে এটা নয় যে এখনই বিয়ে করব।'

আলিয়া জানিয়েছেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রেম বিষয়ক সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনও আসেনি। রণবীরের পরিবারের সঙ্গেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। ঋষি কাপুর এবং নীতু কাপুরও তাকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এসবের পরেও এখনই বিয়ের কথা ভাবতে নারাজ সুন্দরী এই নায়িকা।মন্তব্য