kalerkantho


ভ্যালেন্টাইনস ডে তে রাজ-শুভশ্রীর একান্ত ছবি ভাইরাল

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:৪২ভ্যালেন্টাইনস ডে তে রাজ-শুভশ্রীর একান্ত ছবি ভাইরাল

বিয়ের পর থেকেই ভক্তদের সঙ্গে সোশ্যাল সাইটে নিয়মিত নিজেদের বিবাহিত জীবনের কথকতা আপডেট দিয়ে যাচ্ছেন কলকাতার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার জীবনসঙ্গী পরিচালক রাজ চক্রবর্তী। গত বছরেই বিয়ে করেছেন দুজন। তারপর থেকে যে কোনো অনুষ্ঠান একসঙ্গে সেলিব্রেট করেছেন দম্পতি। সেই সব সেলিব্রেশনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুরাগীদের জন্য। 

গতকাল ছিল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। প্রেমের দিন। আর এমন দিনেই নাকি একসঙ্গে কাটানোর সুযোগ পাননি এই তারকা দম্পতি! তবুও তাদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল সাইটে পেয়ে গেছেন ভক্তরা। ইনস্টাগ্রামে নিজেদের একান্ত মুহূর্তের একটি ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, 'মিসিং ইউ মাই লভ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।'

গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রাজ পরিচালিত 'অ্যাডভেঞ্চারস্ অব জোজো।' দর্শকদের প্রশংসা পেয়েছিল সে ছবি। কিন্তু বিয়ের পর এখনও পর্যন্ত কোনো ছবিতে দেখা যায়নি শুভশ্রীকে। তার ছবিতে কাজ করার কথা শোনা গেলেও বাস্তবে সেটা দেখা যাচ্ছে না। শুভশ্রীকে কবে নাগাদ বড় পর্দায় দেখা যাবে সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি। মন্তব্য