kalerkantho


রুনাকে বাপ্পীর চমক

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৮ ১২:৫৫রুনাকে বাপ্পীর চমক

১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। জন্মদিনের আগে কলকাতায় এক আত্মীয়র বিয়েতে অংশ নিতে গিয়েছিলেন। বিশেষ দিনটি তাই সেখানেই উদ্‌যাপন করেন। দিনভর একের পর এক শুভেচ্ছা আর সারপ্রাইজ পেতে থাকেন তিনি।

সবচেয়ে বড় চমকটি পেয়েছেন ভারতীয় গায়ক-সুরকার বন্ধু বাপ্পী লাহিড়ীর কাছ থেকে! রুনা যে হোটেলে উঠেছেন সেই হোটেলে গিয়ে হাজির হন বাপ্পী। সঙ্গে নিয়ে যান কেক আর ফুল। সেখানেই কাটা হয় কেকটি। এ সময় রুনা লায়লার স্বামী অভিনেতা আলমগীর এবং বাপ্পা লাহিড়ীর স্ত্রীও উপস্থিত ছিলেন।মন্তব্য