kalerkantho

দীপিকার বরযাত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৬ নভেম্বর, ২০১৮ ১১:৪২ | পড়া যাবে ১ মিনিটেদীপিকার বরযাত্রী

কঙ্কনি রীতিতে বিয়ের পর 'দীপবীর' সিন্ধি রীতিতে বিয়ের অনুষ্ঠানও ইতালিতে শুরু হয়। সোশ্যাল সাইটে ফাঁস হয়ে যাওয়া কিছু ছবি ও লেক কোমো থেকে আসা বেশকিছু খবরেই উঠে আসছে নানান তথ্য। 

জানা যাচ্ছে ইতালির সময় অনুসারে ১১. ৪০ ও ভারতীয় সময় অনুসারে ৪.১০এ হচ্ছে 'দীপবীর'-এর বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই এসে পৌঁছেছে 'বরযাত্রী'। বরযাত্রী ছবির এক ঝলক দেখা মিলেছে ইন্টারনেট দুনিয়ায়। যেখানে রণবীরের পরিবার ও বন্ধুদের নৌকা করে নাচতে নাচতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছতে দেখা যাচ্ছে। পুরুষদের মাথায় রয়েছে লাল পাগড়ি। 

'টাইমস অফ ইন্ডিয়া'র খবর অনুসারে রণবীর দীপিকার সিন্ধি রীতিতে বিয়ে ইতিমধ্যেই লেক কোমোয় চলছে। এদিন লেক কোমোয় ঢোকার সময় বিয়ের জন্য ঢোকার সময় দীপিকাকে গোলাপী ও লাল মিশ্রিত রঙের একটি লেহেঙ্গায় দেখা গেছে। 

যদিও আগের দিনের মতোই এদিনও দীপিকার মুখ ছিল ছাতায় ঢাকা। দীপিকা ও রণবীরের আত্মীয়দের দেখা যাচ্ছে লাল ও গোলাপি রঙের শাড়ি পরে থাকতে। এএনএই-এর একটি ভিডিওতে উঠে এসেছে এই দৃশ্য।

মন্তব্য