kalerkantho

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রজনী-কন্যা সৌন্দর্য

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৮ ১৬:৫০ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রজনী-কন্যা সৌন্দর্য

বিচ্ছেদ হয়ে গেছে ২০১৬-তে। ৩ বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।  ২০১৯ সালে বসবে তাঁর বিয়ের আসর।  ২০১৯ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য রজনীকান্ত। বিশাগন ভানানগামুডি নামে নামিদামি এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন রজনী-কন্যা।  ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে দক্ষিণী সিনেমা জগতে।

== ডিএমকে-র জনপ্রিয় নেতা এস এস পনমুদির ভাই হলেন বিশাগান। তিনিও একজন নামকরা ব্যবসায়ী। ডিএমকে- নেতার ভাইয়ের সঙ্গেই তাই এবার দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রজনীকান্তের মেয়ে। 

২০১৬ সালে প্রথম স্বামী অশ্বিন রামকুমারের সঙ্গে বিয়ে ভেঙে যায় সৌন্দর্য রজনীকান্তের। অশ্বিন এবং সৌন্দর্যের এক সন্তানও রয়েছে। বিচ্ছেদের পর থেকেই সৌন্দর্যের সন্তান তাঁর সঙ্গেই রয়েছে বল খবর। প্রসঙ্গত, ইতিমধ্যেই নাকি ব্যক্তিগত অনুষ্ঠানে বিশাগানের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন সৌন্দর্য রজনীকান্ত। শিগগিরই তাঁরা বসবেন বিয়ের পিঁড়িতে। জিনিউজ

মন্তব্য