kalerkantho

ফের এলো নায়ক

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৮ ১৫:৩৬ | পড়া যাবে ১ মিনিটেফের এলো নায়ক

বাপ্পি চৌধুরী ও অধরা খান জুটির প্রথম সিনেমা হিসেবে 'নায়ক' গত ১৯ অক্টোবর দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন পর বাপ্পির নতুন লুক ও অধরার অভিষেক- দুই মিলে সাড়া ফেলেছিল ছবিটি। এরপর, পরের সপ্তাহে অধরার মাতাল ছবিটি মুক্তি পায়। সেটিও সন্তোষজনক ব্যবসা করে। 

নায়ক-মাতাল-পাঠ চুকে যাওয়ার পরেও  গত শুক্রবার ফের ফিরে এলো বাপ্পি-অধরা জুটি। এদিন দেশের ১২টি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেয়েছে ছবিটি। যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নায়ক- চিত্রামহল (ঢাকা), গুলশান (নারায়ণগঞ্জ), বনানী (ফতুল্লা), চিত্রালী (খুলনা), মানসী (কিশোরগঞ্জ), কানন সিনেমা (ফেনী), মডার্ন (দিনাজপুর), তিতাস (পটুয়াখালী), মোহন (হবিগঞ্জ), মোহনা (কোনাবাড়ী), ঝংকার (বকশিগঞ্জ), বিজিবি (হালিশহর)।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আরও নতুন কয়েকটি বড় প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হতে যাচ্ছে।  বাপ্পি-অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, রেবেকা, সুব্রত, শিমুল খান, আরজুমান্দ আরা বকুল, আমান রেজা, পাপিয়াসহ আরও অনেকে। ছবিটির পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

মন্তব্য