kalerkantho


এবার বরুণের বিয়ের খবর

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৮ ১২:৩৩এবার বরুণের বিয়ের খবর

 রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, অর্জুন-মালাইকাদের পর এবার বিয়ের জন্য প্রস্তুতি শুরু করবেন আরও এক বলিউড অভিনেতা! সম্প্রতি 'কফি উইথ করণ'-এ হাজির হয়ে এমনই ইঙ্গিত দিলেন বরুণ ধাওয়ান। 

জানা গেছে, শিগগিরই নাকি বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ডেভিড ধাওয়ান-পুত্র। অর্থাত, ছোটবেলার বান্ধবী নাতাশার সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধতে চান 'বদরিনাথ কি দুলহানিয়া'-র অভিনেতা। 

'কফি উইথ করণ'-এ হাজির হলে বরুণের সামনে ভালোবাসার মানুষ এবং বিয়ের প্রসঙ্গ তোলেন শো-এর পরিচালক করণ জহর। আর সেখানেই কোনও রাখঢাক না করে নাতাশাকে বিয়ে করছেন বলে জানান বলিউডের এই তরুণ অভিনেতা। শুধু তাই নয়, বিয়ের জন্য বলিউডের কোনও সেলিব্রিটি জুটির সঙ্গে তিনি প্রতিযোগিতায় নামতে চান না বলেও স্পষ্ট জানিয়ে দেন বরুণ।

পাশাপাশি নাতাশাকে যখনই তাঁর 'বান্ধবী' বলে সম্মোধন করেন করণ, তখন যেন একটু রেগেই যান বরুণ। নাতাশা এবং তিনি 'জুটি' বলেও উল্লেখ করেন তিনি।মন্তব্য