kalerkantho


সঞ্জয় দত্তের গালিগালাজ

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১০:৫৯সঞ্জয় দত্তের গালিগালাজ

দীপাবলি উপলক্ষে নিজের বাড়িতেই পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটান সঞ্জয়। কিন্তু দীপাবলির মধ্যেই আচমকা যেন উত্সবের তাল কেটে গেল সঞ্জয় দত্তের গলা থেকে.

মঙ্গলবার যখন দীপাবলির পার্টি শুরু হয় সঞ্জয়ের বাড়িতে, সেই সময় বেশ ভাল মেজাজেই ছিলেন অভিনেতা। স্ত্রী মান্যতা এবং দুই সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে পোজও দেন তিনি। কিন্তু, পার্টি শেষ হলে, সঞ্জয় যখন বন্ধুদের নিয়ে নীচে নামেন, সেই সময় বিগড়ে যায় তাঁর মেজাজ।

বার বার ক্যামেরার ফ্ল্যাশ মুখের উপর পড়ায় খেপে যান তিনি। পাপারাত্জিকে লক্ষ করে গালাগালিও দেন অভিনেতা। শুধু তাই নয়, দীপাবলিতে আর কোনও কাজ নেই? বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান। বসকে খুশি না করে এবার বাড়ি যান বলেও পাপারাজ্জির ওপর চিত্কার করেন সঞ্জয়। সেই সঙ্গে অশ্লীল কথা বলতে শুরু করেন তিনি।মন্তব্য