kalerkantho


বিমানে মমতাজের ঘুমাতে ভয়

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৮ ১৬:৩৪বিমানে মমতাজের ঘুমাতে ভয়

সংগীতশিল্পী মমতাজ আগে বিমানে উঠেই ঘুম দিতেন। তবে সম্প্রতি বিভিন্ন বিমান দুর্ঘটনায় ভয় ধরে গেছে তাঁর মনে। ‘আইপিইউ কনফারেন্স’-এ যোগ দিতে ১৩ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় যান এই গায়িকা।

 যাত্রাপথে পুরোটা সময় জেগেই ছিলেন। সে সময় তোলা কয়েকটি সেলফি নিজের ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ফ্লাইটে উঠেই আগে ঘুম দিতাম। এখন কেন যেন খুব ভয় হয়। জেনেভা পৌঁছেছি। শুকরিয়া।’মন্তব্য