kalerkantho


মুখ খুললেন অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৮ ১৪:১৮মুখ খুললেন অমিতাভ

Me Too মুভমেন্ট সামনে এনেছে অনেক ভয়াবহ ঘটনাকে। এ নিয়ে কথা বললেন অমিতাভ বচ্চন। বললেন, কাজের জায়গাতে কোনও মহিলারই অস্বচ্ছন্দ বোধ করা উচিত নয়। 

ভারতীয় সংবাদমাধ্যমকে অমিতাভ বলেন, কোনও নারীরই কোনওরকম অসদাচরণ বা অশালীন আচরণ মেনে নেওয়া উচিত নয়। বিশেষত কাজের জায়গায়। এইরকম ঘটনা ঘটলে তত্ক্ষণাৎ প্রশাসনকে জানানো উচিত। সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দরকার পড়লে আইনের সাহায্য নিতে হবে।

ঘটনা পরবর্তী পদক্ষেপ বলেই থেমে যাননি অমিতাভ। তিনি বলেন শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই এইসব বিষয়ে নজর দেওয়া উচিত। নৈতিক, সামাজিক ও নাগরিক বোধ গড়ে তোলার আদর্শ সময় এটাই। নারী ও শিশুরাই এই সমাজের সব থেকে ভালনারেবল বা সহজভেদ্য অংশ। এই অংশকে বিশেষভাবে রক্ষা করা প্রয়োজন। বলেন অভিনেতা।

এই দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। ওদের উৎসাহ দেওয়া প্রয়োজন। কিন্তু, যদি আমরা যোগ্য সম্মান দিতে না পারি তাঁদের, যদি তাঁদের প্রচেষ্টাকে স্বাগত জানাতে না পারি, সেই ক্ষত কোনওদিনও পূরণ করা যাবে না।" বললেন অমিতাভ।মন্তব্য