kalerkantho


সন্ধ্যায় গঙ্গা-যমুনা নাট্যোৎসবে 'নিত্যপুরাণ'

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৮ ১৩:০৩সন্ধ্যায় গঙ্গা-যমুনা নাট্যোৎসবে 'নিত্যপুরাণ'

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আজ শুক্রবার সন্ধ্যায় অংশ নিচ্ছে দেশ নাটক। দলটি তাদের ১৫তম প্রযোজনা প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা রচিত ও নির্দেশিত ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী করবে। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই শো অনুষ্ঠিত হবে।
 
প্রদর্শনীটি দেখার আহ্বান জানিয়ে নির্দেশক মাসুম রেজা বলেন, নিত্যপুরাণ-এর প্রতিটা প্রদর্শনীতে কমপক্ষে ২৫/৩০ জন দর্শক থাকেন যারা দ্বিতীয় বা তৃতীয় বা তারও অধিকবার নাটকটা দেখছেন.. যা আমাদেরকে অভিভূত করে...।

নাটকটির আলোচিত দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা। একলব্য চরিত্রে দেখা যাবে মামুন চৌধুরী রিপনকে। যুধিষ্ঠিরের চরিত্রে অভিজ্ঞ অভিনেতা কামাল আহমেদকে।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, ফিরোজ আলম, লরেন্স উজ্জ্বল গোমেজ, হোসাইন নীরব, মাইনুল হাসান মাঈন, সমাপন সরকার, সুস্মিতা সাহা, জলি চৌধুরী, তামিমা তিথি, মেঘলা মায়া, ইসমত জেরিন, কাজী লায়লা বিলকিস ও সানজিদা লতা।
 মন্তব্য