kalerkantho

তাপসী পান্নু খুশি

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১২:৫৪ | পড়া যাবে ১ মিনিটেতাপসী পান্নু খুশি

বলিউডে এখন #Me Too মুভমেন্ট নিয়ে তোলপাড় চলছে। জড়াচ্ছে ইন্ডাস্ট্রির অনেক বড় বড় নাম। আর ভারতবর্ষে এইরকম একটা মুভমেন্ট শুরু হওয়ায় খুশি অভিনেত্রী তাপসী পান্নু।

তাপসী বললেন,আমার মনে হয়, এটা অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। কিন্তু, শেষ পর্যন্ত যে শুরু হয়েছে, তাতেই আমি খুশি। নিগৃহীতরা সামনে আসছেন, খোলাখুলি কথা বলছেন, সরাসরি নাম নিচ্ছেন হেনস্থাকারীদের। আমি খুশি যে এটা হচ্ছে।

তাপসী আরও বলেন,প্রত্যেকটা দেশকেই বুঝতে হবে যে, নারীরা সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সম্মান দেওয়া উচিত।

দেশটির কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধিও জানান, এই মুভমেন্ট শুরু হওয়ায় তিনি খুশি। পাশাপাশি তাঁর সতর্কবার্তা, আবেগের বশে যেন হাতের বাইরে বেরিয়ে না যায় এই আন্দোলন।

#Me Too মুভমেন্ট হলিউডে শুরু হয় বছরখানেক আগে। বলিউডের অনেকেই এই মুভমেন্টকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ নিজেদের আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে এনেছেন।

মন্তব্য