kalerkantho

প্রযোজক ইকবাল হাসপাতালে, দেখতে তারকারা

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১২:১৩ | পড়া যাবে ২ মিনিটেপ্রযোজক ইকবাল হাসপাতালে, দেখতে তারকারা

চলচ্চিত্র প্রযোজক ও ফিল্ম ক্লাবের মেম্বার ইনচার্জ অব এডমিনিস্ট্রেশন ইকবাল হোসেন জয় শাকিব খানকে নিয়ে সবশেষ ‘শুটার’ ছবিটি প্রযোজনা করেন। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন শবনম বুবলী। আগামী মাসে গুণী নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় নতুন ছবি প্রযোজনা করছেন ইকবাল হোসেন জয় এবং শাকিব খান। 

তবে এরইমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন প্রযোজক ইকবাল। তিনদিন আগে ধানমন্ডির একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। প্রযোজক ইকবাল হোসেন জয় আজ বলেন, শরীরে পানিশূন্যতাসহ নানা সমস্যা দেখা দিয়েছে আমার। কয়েকদিন হলো আমি হাসপাতালে।

শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে। এরপর দ্রুত হাসপাতালে আমাকে নেয়া হয়। ডাক্তার আমাকে বিভিন্ন শারীরিক চেকআপ করতে দিয়েছেন। সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসার পর বলা যাবে সবকিছু। তবে আমি খুবই আনন্দিত, আমাকে দেখতে হাসপাতালে আমার পরবর্তী ছবির পরিচালক কাজী হায়াত ভাই, চিত্রনায়ক ওমর সানী, প্রযোজক রমিজ, পরিচালক বদিউল আলম খোকন, খল অভিনেতা মিশা সওদাগর ভাইসহ অনেকেই দেখতে এসেছেন। প্রযোজক ইকবালের পরের ছবির নাম ‘বীর’। 

এ ছবিতে শাকিব খান অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনাও করবেন বলে জানা যায়। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। আগামী পহেলা বৈশাখে মুক্তির লক্ষ্যে আগামী মাসে এ ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়।

মন্তব্য