kalerkantho


মালদ্বীপে অনন্ত-বর্ষা বিশেষ মুহূর্তে

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৪মালদ্বীপে অনন্ত-বর্ষা বিশেষ মুহূর্তে

ইফতেখার চৌধুরীর ‘খোঁজ : দ্য সার্চ’ ছবির মাধ্যমে জুটি হয়ে কাজ শুরু করেন অনন্ত ও বর্ষা। প্রথম ছবিতেই প্রেম ও বিয়ে। এর মধ্যে এক-দুই করে চলে গেল সাতটি বছর। এলো অষ্টম বিবাহবার্ষিকী।

আর সেটি পালন করতে গত সপ্তাহে তাঁরা গেছেন মালদ্বীপে। সেখানে গিয়ে একটি ভিডিও শেয়ার করে নিজেদের আনন্দঘন সময়টা কিভাবে কাটছে তা বর্ণনা করেন।

অবসরে তোলা বেশ কিছু ছবিও শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।মন্তব্য