kalerkantho


দর্শকদের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন রণবীর!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৩৯দর্শকদের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন রণবীর!

মু্ম্বাইয়ের র‍্যাপার ডিভাইন ও নেজির জীবনের অনুপ্রেরণায় তৈরি জোয়া আখতারের 'গলি বয়' ছবিতে অভিনয় করছেন রণবীর সিং। ফিল্মের শ্যুটিং শেষ হয়েছে বেশকিছুদিন আগেই। এবার 'গলি বয়' ছবির প্রমোশনের কাজ শুরু করে দিলেন রণবীর সিং।

পায়ে স্নিকার, গায়ে কমলা রঙের হুডি টি-শার্ট ও কালো প্যান্ট, আর মুখে সেই চেনা হাসি নিয়ে শনিবার র‍্যাপার ডিভাইনের সঙ্গে 'গলি ফেস্ট' হাজির হয়েছিলেন রণবীর। মঞ্চেও উঠলেন, ডিভাইনের সঙ্গে মিলে র‍্যাপ গাইছিলেন, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর হঠাৎই লাফাতে লাফাতে হঠাৎই দর্শকদের গায়ের ওপর ঝাঁপ দিলেন রণবীর।

রণবীরের এনার্জির সঙ্গে সঙ্গে অন্যান্যদিনের শো-এর মতোই জমে উঠেছিল শনিবারের 'গলি ফেস্ট'। প্রসঙ্গত, 'গলি বয়' ছবিতে আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে রণবীর সিংকে। জিনিউজমন্তব্য