kalerkantho


ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৯ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা

জিরো স্টেজে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। আজ নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাকে সোশাল মিডিয়ায় শেয়ার করলেন।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে তাহিরা লেখেন, "কারদিশিয়ানদের একটি প্রতিযোগিতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু, তা ব্যর্থ হয়ে গেল। এই ছবিটা অনেককেই বিরক্ত করবে। কিন্তু, এই দুটো জিনিসই আমার ডামবেল হয়ে গেছিল কদিনের জন্য। আমার স্তনে DCIS (ductal carcinoma in situ) নামের একধরনের মেলিগেন্ট সেল ধরা পড়েছিল। বলতে গেলে রগরো স্টেজ ক্যান্সার বা ক্যান্সারের আগের পর্যায় ছিলাম। ফলে আমি অর্ধেক অ্যাঞ্জেলিনা জোলির ভারতীয় ভার্সন হয়ে উঠেছিলাম।

তিনি আরও বলেন, এই বিষয়গুলি আমার জীবনের মানে বদলে দিয়েছে। আমি এসব বলছি কারণ আমি দেশের সব বয়সের নারীদের সতর্ক করতে চাই।

সম্প্রতি সোনালী বেন্দ্রে ও ইরফান খানের ক্যান্সারের প্রসঙ্গ সামনে এসেছে। বলিউডের এই দুই অভিনেতা-অভিনেত্রী এখন চিকিৎসার অধীনে আছেন।  

 মন্তব্য