kalerkantho

বৃষ্টি বিলাসী পরীমনি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০৬ | পড়া যাবে ১ মিনিটেবৃষ্টি বিলাসী পরীমনি

‘এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরষায়’ কবিগুরুও কিন্তু ভালোবাসার কথা বলার জন্য এমনই বৃষ্টি ভেজা একটা দিন কে বেছে নিয়েছিলেন। সেদিন থেকেই হয়তো বাঙালির প্রেম ভালোবাসার সাথে বৃষ্টির সখ্যতার শুরু।'

এমন কথামালায় সজ্জিত ফেসবুক পোস্টে পরীমনিকে রোমান্টিকে মুডে আবিস্কার করার পর জানা গেল আসলে যেদিন ঢাকা বৃষ্টিতে ভিজছে সেদিনই পরীমনির নতুন একটি পোস্টার প্রকাশিত হচ্ছে। যথা সময়ে যথা কর্ম। পরীমনি বাকিটুকুতে যা লিখেছিলেন, 'আজ এই বৃষ্টির রেশ ধরেই #আমার_প্রেম_আমার_প্রিয়া’র প্রথম প্রকাশটা হবে ঠিক রাত দশটায়.. ভালোবাসার বৃষ্টি নামুক শহরজুড়ে.....'

যে পোস্টার মুক্তি পেয়েছে সেটা 'আমার প্রেম আমার প্রিয়া ছবির।' যেখানে কায়েস আরজুর সাথে রোমান্সে ধরা দিয়েছেন এই ঢাকাই অভিনেত্রী। ছবিটি মুক্তির অপেক্ষায়।

রোমান্টিসিজমে আক্রান্ত পরীমনিকে বাণিজ্যিক চিন্তাভাবনার পোস্টে পাওয়ার পর বোঝা গেল, শুধু সিনেমার প্রচারণার জন্য নয়, এই তরুণীর আসলে বৃষ্টি অনেক পছন্দের। ফেসবুক পোস্টে গতরাতে বৃষ্টিস্নানের বেশ কয়েকটি ছবি পাওয়া গেল। যেখানে দেখা বৃষ্টি বিলাসী চিত্রনায়িকাকেই খুঁজে পেলেন।

 

মন্তব্য