kalerkantho


এবার মৎস্যকন্যা রূপে মালদ্বীপের সমুদ্রে সোনাক্ষি

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৫৩এবার মৎস্যকন্যা রূপে মালদ্বীপের সমুদ্রে সোনাক্ষি

সালমানের সঙ্গে 'দাবাং' এ অভিনয়ের মাধ্যমেই বলিউডে নায়িকা হিসেবে পা রাখেন সোনাক্ষি সিনহা। ২০১০ সালে ওই সিনেমাটি বলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল হয়। যদিও সিনেমার চেয়ে অন্য কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচনায় থাকেন এই নায়িকা।

মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে আলোচনায় এসেছেন সোনাক্ষি। সেখানে সমুদ্র সৈকতে মৎস্যকন্যা রূপে হাজির হন তিনি। তুলেছেন মৎস্যকন্যার মতো ছবি। সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মৎস্যকন্যারা বেঁচে আছে।

এর আগে  লাল রঙ্গের নেটের গাউন পরিহিত ছবি প্রকাশ করেসমালোচিত হন সোনাক্ষি। ওই ছবিতে তার শারীরিক অবয়ব ফুটে উঠেছিল।

তার অভিনীত সর্বশেষ ছবি 'ওয়েলকাম টু নিউইয়র্ক'। ছবিটি ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পায়। বক্স অফিসে তেমন সাড়া পায়নি সিনেমাটি।মন্তব্য