kalerkantho


মন্দিরে গিয়ে মডেলের কাণ্ড!

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৩মন্দিরে গিয়ে মডেলের কাণ্ড!

পরনে শাড়ি। সঙ্গে ব্লাউজ। চিরাচরিত শাড়ি পরেই মন্দিরে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু, সেখানে গিয়ে মুম্বাইয়ের মডেল যা করলেন, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয় মুম্বাইয়ের ওই মডেলকে। যদিও ক্ষোভের মুখে পড়েও এ বিষয়ে মুখে টু শব্দ করেননি মুম্বইয়ের এই মডেল।

সম্প্রতি উজ্জয়িনের মহাকাল মন্দিরে হাজির হন মুম্বাইয়ের এক মডেল। মন্দিরে হাজির হয়ে বলিউডের গানে কোমর দোলাতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, মন্দিরের মধ্যেই এই মডেল অশ্লীলভাবে পোজ দিয়েছেন বলেও নেটিজেনদের একাংশ তাঁকে আক্রমণ করতে শুরু করে।

এই মুহূর্তে মুম্বাইয়ের এই মডেলের ৪টি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলেও মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সূত্র-জিনিউজমন্তব্য