kalerkantho


এবার আরব আমিরাতে...

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০০এবার আরব আমিরাতে...

এই তো সবে সবে কানাডা থেকে ফিরলেন। আর ফিরেই নাকি ছুটছেন আরব শেখদের দেশে। ঢাকাই ছবির নায়ক নিরব। ক'দিন আগেই ফিরলেন কানাডা থেকে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের যেমনি শুনেছেন হৃদয়ের আড়ালে রক্তক্ষরণের গল্প, প্রবাস জীবনের হাহাকারের গল্প। তেমনি শুনেছেন সফল মানুষদের গল্প, কীভাবে বাংলাদেশিরা সফল হয়ে উঠলো দূর পরবাসে। আর এসব দেখা যাবে এটিএন বাংলার স্ক্রিনে।

এবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের কথা শুনবেন। তাদের সফলতার গল্প ক্যামেরাবন্দী হবে। আর এজন্য আগামীকাল রওনা হচ্ছেন দুবাইয়ের পথে। তার আগে অবশ্য ১৪ তারিখ অর্থাৎ পরশুদিন শারজাহ নগরীর শারজাহ এক্সপো সেন্টারে তুর্য নাসিরের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন।

নিরব কালের কণ্ঠকে বলেন, 'রাজকামাল প্রেজেন্টস প্রবাসে দেশপ্রেম অনুষ্ঠান শুরু করবো। ১৫ তারিখে এশিয়া কাপের  বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবো স্টেডিয়ামে বসে। এরপরেই শুরু হবে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সাফল্য সন্ধান।'

টানা ১৫ দিনের এই সফর শেষে মাসের শেষে দেশে ফিরবেন বলে জানান এই চিত্রনায়ক।মন্তব্য