kalerkantho


'দাবাং'-এর ৮ বছর, সিক্যুয়েলের বিষয়ে যা বললেন সালমান

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৯'দাবাং'-এর ৮ বছর, সিক্যুয়েলের বিষয়ে যা বললেন সালমান

গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) ৮ বছর পূর্ণ হয়েছে সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ক্রাইম অ্যাকশন থ্রিলার 'দাবাং'-এর। আর এ উপলক্ষে সোশাল মিডিয়ায় সেট থেকে তোলা ছবি পোস্ট করে সেই সময়টাকে স্মরণ করেছেন ছবির দুই অভিনয়শিল্পী।

৮ বছর আগে 'দাবং'-এর সেট থেকে তোলা একটি ছবি পোস্ট করে সালমান খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখেন, আজ দাবাং এর আট বছর পূর্ণ হলো। রাজ্জো আর চুলবুল পান্ডের জন্য আপনাদের ভালোবাসা ও প্রশংসার জন্য ধন্যবাদ। আগামী বছরই আসছে ছবিটির তৃতীয় কিস্তি।

একই রকম একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজেও। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, দাবাং এর আট বছর, চুলবুল ও রাজ্জোর আট বছর। সেই সাথে আট বছর পূর্ণ হলো আমার ভালোবাসার এই চরিত্রটির। সবাইকে ধন্যবাদ। আগামী বছর আবার দেখা হবে 'দাবাং ৩'-এ। 

উল্লেখ্য, এ পর্যন্ত নির্মিত দুটি ছবিতেই সালমান খান একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। 

এই মুহূর্তে সালমান খান তাঁর হোম প্রডাকশনের ছবি 'ভারত'-এর শুটিং এ ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। আর এতে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ।
সূত্র : এনডিটিভি       মন্তব্য