kalerkantho


প্রিয়া প্রকাশের নতুন ছবিগুলো দেখে নিন

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৩১প্রিয়া প্রকাশের নতুন ছবিগুলো দেখে নিন

১৮ বছর বয়সের মালায়লাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একজন শীর্ষ ইন্টারনেট সেনসেশন। তাঁর সোশাল মিডিয়ায় পোস্ট করা যেকোনো ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। খুব শিগগিরই অভিষেক হতে যাচ্ছে তাঁর 'ওরু আদার লাভ' ছবিতে অভিনয়ের মাধ্যমে।

আর অভিনয়ে অভিষেকের কিছু আগে এই অভিনেত্রী একটি আঞ্চলিক পত্রিকার প্রচ্ছদে এলেন। আর লাল পোশাকে এই নব্য সেনসেশনকে দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না।

আসুন, দেখে নিই প্রিয়া প্রকাশের নতুন প্রকাশিত ছবিগুলো।
সূত্র : ডিএনএ


   

 মন্তব্য