kalerkantho


অবমুক্ত হলো 'মিস্টার বাংলাদেশ' ছবির দ্বিতীয় গান

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৮ ১৭:৪২অবমুক্ত হলো 'মিস্টার বাংলাদেশ' ছবির দ্বিতীয় গান

সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী প্রথম চলচ্চিত্র 'মিস্টার বাংলাদেশ' নিয়ে কম আলোচনা হয়নি। নির্মাণের শুরু থেকেই এটি আলোচনার কেন্দ্রে ছিল। আবু আখতার উল ইমান পরিচালিত ছবিটির প্রথম গান গত ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পায়।

খিজির হায়াত খানের কথায় 'তুমি যে আমার' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। আর এর সংগীত আয়োজনের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদিন আবির।

নতুন খবর হলো, এই ছবিটির দ্বিতীয় গান 'এখনই চলে যেও না' মুক্তি পেয়েছে সম্প্রতি। আর এই গানটি গেয়েছেন সংগীত পরিচালক আবির নিজেই। গত ১৭ আগস্ট ছবিটির মিডিয়া পার্টনার বঙ্গবিডির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি অবমুক্ত করা হয়।

ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও ডায়ালগ করেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। কেএইচকে-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।
 
 মন্তব্য