kalerkantho


নিকের বয়স যখন মাত্র ৮, প্রিয়াঙ্কা তখন বিশ্বসুন্দরী!

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৮ ১৬:৩৯নিকের বয়স যখন মাত্র ৮, প্রিয়াঙ্কা তখন বিশ্বসুন্দরী!

সব জল্পনা-কল্পনার অবসান করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস। সম্প্রতি তাদের আশির্বাদ ও বাগদান সম্পন্ন হয়েছে। তবে তাদের বয়স নিয়ে গুঞ্জন যেন কিছুতেই থামছে না।

নিকের থেকে প্রায়  ১১ বছরের বড় প্রিয়াঙ্গা চোপড়া। যদিও এতে নিকের কোনো সমস্যা নেই। কারণ নিক বরাবরই নিজের থেকে বয়সে বড় নারীদের পছন্দ করেন। তার আগের প্রেমিকারাও বয়সে তার থেকে বড় ছিলেন।

এদিকে, এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, নিক বয়সে প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট। তিনি এখন ২৫, উল্টোদিকে প্রিয়াঙ্কা পা দিয়েছেন ৩৬-এ। কিন্তু প্রেম তো বয়স দেখে না। 

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে একটি ছবি। কোলাজে দেখা যাচ্ছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়া পিগি চপসকে। আর পাশেই পুঁচকে নিক, বয়স তখন ৮, স্কুলে যাচ্ছেন গুটি গুটি।মন্তব্য