ভারতের বন্যা বিধ্বস্ত কেরলে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫৭। সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ৮হাজার কোটি টাকারও বেশি। এই পরিস্থিতিতে কেরলের পাশে দাঁড়িছেন বহু তারকা। শাহরুখ খান, অক্ষয় কুমার, রাম চরণ, চিরঞ্জিবী সহ একাধিক তারকা কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন।
জানা গেছে, বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনেক পক্ষ থেকে কেরলের বন্যাবিধ্বস্তদের জন্য ২১ লক্ষ রুপি দেওয়া হয়েছে। এবার কেরলের বন্যা বিধ্বস্তদের জন্য এগিয়ে এলেন আরও এক তারকা।
ইনি হলেন বাহুবলী তারকা প্রভাস। কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ রুপি দিয়েছেন প্রভাস। 'বাহুবলী-২' সুপার হিট হওয়ার পর এই মুহূর্তে প্রভাস তাঁর আগামী ছবি 'সাহো'র শ্যুটিংয়ে ব্যস্ত। আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে 'সাহো'।
প্রযোজকরা বাহুবলীর ধাঁচেই সিনেমার প্রমোশন করতে চাইছেন। বাহুবলীর পর গোটা দেশে প্রভাসের ভক্তের সংখ্যা প্রায় কয়েক কোটি। প্রভাসের পাশাপাশি দক্ষিণী তারকা আলু অর্জুনও ২৫ লক্ষ রুপি দিয়েছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...