kalerkantho


প্রিয়াঙ্কা-নিক এনগেজমেন্ট পার্টি রবিবার

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৮ ১৫:৪১প্রিয়াঙ্কা-নিক এনগেজমেন্ট পার্টি রবিবার

শুধু ভারতীয় মিডিয়াই নয়, প্রিয়াঙ্কা আর নিকের প্রেমের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমও। প্রেমের অগ্রগতি বা গতিপথ নিয়ে তারা সংবাদ প্রকাশ করছে হরহামেশাই। 

পিপলস ম্যাগাজিন এবং ই! নিউজ এ বিষয়ে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে। আর তা থেকেই জানা গেছে, গত জুলাই মাসেই প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মধ্যে এনগেজমেন্ট সম্পন্ন হয়ে গেছে। আর আগামী রবিবার হতে যাচ্ছে এনগেজমেন্ট-পরবর্তী পার্টি। আর এ পার্টিতে অংশ নিতেই নিকের পরিবারের সদস্যরা এখন মুম্বাইয়ে অবস্থান করছেন।

ই! নিউজ জানাচ্ছে, আগামী উইকএন্ডে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার একত্র হচ্ছেন। এর কারণ হলো তাঁদের এনগেজমেন্ট-পরবর্তী পার্টি। আর এ কারণে নিকের পরিবার ভারত ভ্রমণ করছে। এই প্রথম দুই লাভ বার্ডের পরিবার একত্রিত হবে এবং নিজেদের মাঝে পরিচয় বিনিময় করবে। 

প্রিয়াঙ্কার পরিবার এই পার্টির আয়োজন করবে বলেও জানায় এই গণমাধ্যমটি।

প্রিয়াঙ্কা চোপড়া তাঁর নতুন ছবি 'দ্য স্কাই ইজ পিংক'-এর শুটিংয়ের জন্য ইতিমধ্যে ভারতে আছেন। জানা গেছে, প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে নিক তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং সেটি ঘটে লন্ডনে।
সূত্র : ই! নিউজ, পিপলস ম্যাগাজিন, ইউএস উইকলি, এনডিটিভি 

  


   

 মন্তব্য