kalerkantho


যেভাবে ইনস্টাগ্রামে এলেন সারা আলি খান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৬:৫০যেভাবে ইনস্টাগ্রামে এলেন সারা আলি খান

তারকা স্টার কিড তিনি। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের ডার্লিং ডটার খুব শিগগিরই প্রবেশ করতে যাচ্ছেন বলিউডে। সোশাল মিডিয়ায় সরব থাকলেও জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে তাঁর কোনো অ্যাকাউন্ট ছিল না। আর অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভারতের স্বাধীনতা দিবসকেই বেছে নিলেন সোহা আলি খান।

আর এই দিনে জাতীয় সংগীতকেই নিজের প্রথম ইনস্টাগ্রাম পোস্ট হিসেবে বেছে নিলেন তিনি।

আর পোস্টটির ক্যাপশনে সবার উদ্দেশে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানালেন সাইফকন্যা। 

তাঁর এই পোস্টটি ইতিমধ্যে সোশাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সবাই তাঁর এই ভিন্ন ধরনের পোস্টটিকে স্বাগত জানিয়েছেন এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিশেষ হ্যান্ডেলেও তাঁকে স্বাগত জানিয়েছেন।
সূত্র : ডিএনএ, ডেকন ক্রনিকল, বলিউড লাইফ.কম    

 মন্তব্য