kalerkantho


'ভারত'-এর টিজার আপনার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেবে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৫:২৮'ভারত'-এর টিজার আপনার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেবে

এটা নিঃসন্দেহে বলা যায়, 'ভারত' সালমান খানের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট। এর আগে এত বড় ও ব্যাপক প্রজেক্টে কাজ করেননি সালমান। আর তাই, এটি নিয়ে সালমান খান ও নির্মাণসংশ্লিষ্ট সকলের প্রত্যাশা অনেক উঁচুতে।

আর এ কথা মাথায় রেখেই আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হলো 'ভারত' ছবিটির প্রথম প্রোমো। আর এটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে এই বলিউড মহাতারকা লেখেন, কিছু সম্পর্ক মাটির (দেশমাতৃকা অর্থে) সাথে তৈরি হয়, কিছু সম্পর্ক রক্তের সাথে......আমার সাথে দুটির ছিল।

৪৯ সেকেন্ডের এই টিজারে এক লাইনেই উঠে এসেছে ছবিটির মূল গল্প :- আ জার্নি অব আ ম্যান অ্যান্ড আ নেশন টুগেদার। (একটি পরিভ্রমণ- একজন মানুষ ও একটি দেশের- এক সাথে।)

আলি আব্বাস জাফর পরিচালিত এই বিগ বাজেট মেগা প্রজেক্টটি আগামী বছর প্রেক্ষাগৃহে আসবে। তার আগে দারুণ এই টিজারটি দেখে নিন।
সূত্র : বলিউড লাইফ.কম
         মন্তব্য