kalerkantho


ঈদুল আজহার বিশেষ নাটক ‘পাল্টা সমীকরণ'

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৩:১৬ঈদুল আজহার বিশেষ নাটক ‘পাল্টা সমীকরণ'

দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয়দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘পাল্টা সমীকরণ’। কাজের পজিশন পরিবর্তন করে পরস্পরের অপজিশন হয়ে ওঠা দম্পত্তির গল্প নিয়ে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় আশিস্ রায় এর পরিচালনায় ঈদের বিশেষ নাটক "পাল্টা সমীকরণ" এ অভিনয় করেছেন সাব্বির, অহনা, শর্মিলি মিলন, অর্শা ও এহসানুল হক মিলু।

ইমরুল যেমন ঘরের কাজকে কাজ হিসেবে গুরুত্ব দিতে চায় না, তেমনি তার স্ত্রী রুনাও অফিসের কাজকে তেমন কোনো কঠিন কাজ হিসেবে মনে করে না। তরুণ দম্পত্তির এই নিত্য কলহ মেটাতে মা কাজ অদল-বদল করে দিলে দুজনেই যেমন বিপদে পড়ে তেমনি প্রকাশ পায় প্রেমের চোরাগোপ্তা স্রোতও।

 মন্তব্য