kalerkantho


তানজিব-সালমার এই ছবির নেপথ্যে কী?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ১৬:০৯তানজিব-সালমার এই ছবির নেপথ্যে কী?

'সবাই আমাদের জন্য দোয়া করবেন' এমন শিরোনাম দেখে চমকে উঠতেই পারেন। তানজিব সারোয়ার আঙটি পরিয়ে দিচ্ছেন মৌসুমী আক্তার সালমার অনামিকায়। এমন ছবির সাথে এই শিরোনাম চমকে দেবেই বটে। তানজিব সারোয়ার নিজের ফেসবুক হ্যান্ডেলে সালমার সাথে এমনই একটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবি নিয়েই ভক্তরা দ্বিধায় পড়ে গেছেন।

তবে এসব আশঙ্কা আর শঙ্কা উড়িয়ে দিলেন তানজিব সারোয়ার। জানালেন নতুন একটি মিউজিক ভিডিওর দৃশ্য এটি। সালমা আর তানজিব প্রথমবারের মতো একসাথে একই গানে কণ্ঠ দিলেন। পোড়ামন নামের এই গানের মিউজিক ভিডিও শিগগির আসছে। শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক বিশাল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিবেক।

তানজিব সারোয়ার কালের কণ্ঠকে বলেন, সম্প্রতি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়িতে পোড়ামন গানের শুটিং সম্পন্ন হয়েছে। আমার আর সালমার প্রথম কাজ এটি। আমরা দুজনই মডেল হয়েছি। আর অনামিকায় বিয়ের আঙটি পরানোর একটি দৃশ্য রয়েছে এই ভিডিওতে। বেশ চমৎকার একটি কাজ হয়েছে। যার কারণে এর একটি স্টিল ছবি ফেসবুকে শেয়ার করতে ইচ্ছে হলো।

জানা গেছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারের পোড়ামন মুক্তি পাবে।

 মন্তব্য