kalerkantho


প্রকাশ্যে এলো 'নমস্তে ইংল্যান্ড'-এর পোস্টার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ১৫:১৫প্রকাশ্যে এলো 'নমস্তে ইংল্যান্ড'-এর পোস্টার

অর্জুন কাপুর আর পরিণীতি চোপড়া তাঁদের আপকামিং ছবি 'নমস্তে ইংল্যান্ড'-এর প্রথম তিনটি পোস্টার অবমুক্ত করেছেন। নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টারগুলো অবমুক্ত করেন দুই অভিনয়শিল্পী। সেই সাথে জানান, কবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুই রকম এবং পরিণীতির ইনস্টগ্রাম হ্যান্ডেলে থেকে একরকম- মোট তিন রকম বা তিনটি পোস্টার প্রকাশ করা হয়। 

একটি পোস্টার শেয়ার করে তার ক্যাপশনে অর্জুন লেখেন, কোনো পাহাড়ই অতটা উঁচু নয় আর কোনো দূরই অতটা দূর নয়- ভালোবাসার কাছে। আপনাদের সামনে আনা হলো নমস্তে ইংল্যান্ড ছবির পোস্টার। 

পরিণীতি লেখেন, ভাবতেই অবাক লাগছে আমি এমন একটি ছবির অংশ যার ব্যাপ্তি সেই ভারতের পাঞ্জাব থেকে সুদূর ইংল্যান্ড পর্যন্ত। 

ছয় বছর আগে ২০১২ সালে পরিণীতির সাথেই 'ইশকজাদে' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অর্জুন কাপুর। আর বর্তমান ছবিটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'নমস্তে লন্ডন' ছবির সিক্যুয়েল। মূল ছবির মতো সিক্যুয়েলটিও পরিচালনা করছেন বিপুল অমৃতলাল শাহ। ছবিটি আগামী ১৯ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 
সূত্র : এনডিটিভি   

 মন্তব্য