kalerkantho


বেড সিন-এ ইরফান সাজ্জাদ-তানজিন তিশা

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ১০:৫৬বেড সিন-এ ইরফান সাজ্জাদ-তানজিন তিশা

মাবরুর রশীদ বান্নাহ'র ব্যস্ততা সারাবছরই। তবে ঈদ এলে সেটা আরও বেড়ে যায়। রোজার ঈদে যে ক'জন সর্বাধিক সংখ্যক নাটক বানিয়েছেন বান্নাহ তাদের মধ্যে একজন। এবারও অনেকগুলো টেলিভিশন চ্যানেলে বান্নাহ নির্মিত নাটক প্রচারিত হতে যাচ্ছে। এর পাশাপাশি ইউটিউবে চ্যানেলের জন্যও নির্মিত হচ্ছে নাটক।

সম্প্রতি বান্নাহ ঈদ উল আজহার জন্য নির্মাণ করলেন নতুন নাটক। 'বেড সিন' নামের এই নাটকের নাম শুনলেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যের কথা চোখের সামনে এসে যায়।  কেন এমন নাম? নামের যথার্থতা রয়েছে বলেই জানালেন নির্মাতা। এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সময়ের আলোচিত জুটি ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এর আগেও একই নির্মাতার 'চশমায় লেগে থাকা ভালোবাসা'য়  জুটিবদ্ধ হয়েছিলেন। যা সাধারণ দর্শক থেকে সমালোচক সকলের নিকট প্রশংসিত হয়েছে।

একই ধারাবাহিকতায় 'বেড সিন' নাটকে দু'জনের সরব উপস্থিতি ভক্তদের অপেক্ষায় রেখেছে। বান্নাহ বলেন, সম্পর্কের ভেতরের স্পম্পর্ক এই গল্প দেখানো হয়েছে। এ ছাড়াও ভালোবাসায় বেশকিছু মুহুর্ত ঠিক অন্যভাবে উঠে এসেছে এই নাটকে। সর্বোপরি বলতে পারি দর্শকদের এর জন্য একটু অপেক্ষা করতে হবে।

নাটকটি রিলিজ দেওয়া হবে রঙ্গন ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।মন্তব্য